আইবিএ অ্যালামনাই ক্লাব নির্বাচনে জয়ী হলেন যারা
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি ভোটের নির্বাচন শুক্রবার (৩১ জানুয়ারি) ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া, ১০ জন সদস্য পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইমতিয়াজ আহমদ সামস,মালিক মো. সাঈদ, এ টি এম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন, নাফিস রায়হান, এ এস এম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন আক্তার, মো. আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ।
নির্বাচনে ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অ্যালামনাইয়ের ৮৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন এবং পরিচালক পদে মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জয়ী পরিচালনা পর্ষদকে স্বাগত ও শুভেচ্ছা জানান। সেইসঙ্গে নির্বাচিত সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান-ইন-চার্জ মুসলেহ উজ জামানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় ক্লাবের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক বিবরণী ক্লাব সদস্যদের জন্য উপস্থাপন করা হয়। এর পর প্রধান নির্বাচন কমিশনার ইয়াওয়ের সাইদের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শুরু করেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম