Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

রাবি করেসপনডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩০

বিভিন্ন থিমে সেজেছিল রাবির পূজার মণ্ডপগুলো

রাজশাহী: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোতে এই পূজা উদযাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সংলগ্ন মাঠে বিভিন্ন বিভাগ এবং অনুষদের পক্ষ থেকে ৩৪টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। সেসব মণ্ডপে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বরণ করে নেওয়া হয়েছে বিদ্যার দেবী সরস্বতীকে।

সরেজমিন ঘুরে দেখা যায়, পূজাকে কেন্দ্র করে বর্ণিল সাঁজে সজ্জিত হয়েছে কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের আয়োজনে তৈরি মণ্ডপগুলো। এসব মন্ডপগুলো বিভিন্ন থিমে সাজিয়ে তোলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসব মণ্ডপে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। পাশাপাশি পূজা শেষে প্রসাদ গ্রহণ করছেন পূণ্যার্থীরা।

মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। তিনি অন্যান্য অতিথিদের নিয়ে পূজার মণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন ও ফরিদ উদ্দিন খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর মাহবুবুর রহমান ও জনপ্রশাসক আখতার হোসেন মজুমদার।

দিনটি উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

এছাড়া সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

সারাবাংলা/এসডব্লিউ

রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সরস্বতী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর