শিক্ষা কার্যক্রম চালুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৮
নওগাঁ: নওগাঁয় ২০২৩ সালে অনুমোদন পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যার বর্তমান নাম নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকারি অনুমোদনের পরে প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখনো চালু হয়নি।
বর্তমানে নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে নওগাঁ মডেল টাউনে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আবুল কালাম আজাদ। তার অফিসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ১২ জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। মূলত তারাই বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করছেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৭ অক্টোবর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইবি বিভাগ থেকে এই পদে যোগদান করেন। যোগদানের পরেই তিনি শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেন।
প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে উন্নয়নমূলক কর্মকান্ডসহ সাইট সিলেকশনের কাজগুলো চলমান আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চলতি বছর থেকে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি নিয়ে রাখছি। যদি অনুমোদন পাই তাহলে এই সেশন থেকেই শিক্ষা কার্যক্রম চালু করতে পারবো।’
সারাবাংলা/এসডব্লিউ