বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১
গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাইফুল এবং রাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন আমীর।
নিহতরা হলেন-নরসিংদী জেলার মাধবদী থানাধীন রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার আমীর হোসেন (৬৫)।
তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
সারাবাংলা/এসডব্লিউ