Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ওভারে চার উইকেট বিপিএলে প্রথম, আলীর জন্য নয়

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০০

মোহাম্মদ আলী

বিপিএলের ইতিহাসে বেশ কয়েকটি হ্যাটট্রিক থাকলেও এক ওভারে চার উইকেটের রেকর্ড আগে দেখা যায়নি। এবারের বিপিএলে দেখা মিলল এই অনন্য ঘটনার। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের হয়ে চিটাগং কিংসের বিপক্ষে এক ওভারে চার উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আলী। বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই এ কীর্তি গড়ে আলী বলছেন, পাকিস্তানে এমন রেকর্ড আগেও করেছেন তিনি।

চিটাগংয়ের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়ে বরিশালের জয়ের নায়ক আলীই। ফাইফার নেওয়ার পথে এক ওভারেই চার উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের ১৯তম ওভারে আলী ফিরিয়েছেন খালেদ আহমেদ, শামীম হোসেন, আরাফাত সানি ও আলিস ইসলামকে। বিপিএলের ইতিহাসে এক ওভারে চার উইকেটের ঘটনা এটাই প্রথম।

বিজ্ঞাপন

আলী বলছেন, নিজের ক্যারিয়ারে আগেও এক ওভারে চার উইকেট নিয়েছেন তিনি, ‘দলের জন্য পারফর্ম করতে সবসময়ই ভালো লাগে। পাকিস্তানে এটা আমি আরও দুইবার করেছি। আমার জন্য নতুন কিছু না। বাংলাদেশে এক ওভারে চার উইকেট নেওয়া প্রথম বোলার হতে পেরে ভালো লাগছে। এই ধরনের মুহূর্তগুলোতে আমরা আরও বেশি ধৈর্য ধরতে চাই, আরও ধারাবাহিক হতে চাই।’

টুর্নামেন্টের শুরু থেকেই বরিশাল স্কোয়াডের সাথে ছিলেন আলী। তবে গ্রুপ পর্বে একবারও মাঠে নামা হয়নি তার। কোয়ালিফায়ারে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। আলী বলছেন, সুযোগ আসার অপেক্ষাতেই ছিলেন তিনি, ‘আমি শুধু সুযোগ আসার অপেক্ষায় ছিলাম। সবসময় বিশ্বাস করি, নিজে খেলি কিংবা না খেলি, দলকে জিততেই হবে। আমি সবসময় মাঠে নামার জন্য তৈরি ছিলাম। এই টাইমলি পারফরম্যান্সের জন্য নিজেকে প্রস্তুত করেছি। গুরুত্বপূর্ণ সময়ে এমন পারফরম্যান্স করতে পেরে আমি খুশি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চিটাগং কিংস বিপিএল ২০২৫ মোহাম্মদ আলী

বিজ্ঞাপন

লামা থেকে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

আরো

সম্পর্কিত খবর