নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার মানেন রোনালদো
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১
কে সেরা, মেসি না রোনালদো? ফুটবল সমর্থকদের মধ্যে এই তর্কটা চলেছে বহু বছর ধরেই। পেলে-ম্যারাডোনার পর এই দুই কিংবদন্তিকে নিয়েই চায়ের কাপে ঝড় উঠেছে সবচেয়ে বেশি। এবার ক্রিশ্চিয়ানো রোনালদো বললেন, পেলে, ম্যারাডোনা, মেসি নয়; নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন তিনি।
একদিন পরেই ৪০ বছরে পা দেবেন রোনালদো। পর্তুগালের পাশাপাশি আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে জোড়া গোলও পেয়েছেন সিআর সেভেন। গোলের পর নতুন এক উদযাপনও করতে দেখা গেছে তাকে।
এল চিরিগুইতোর সাংবাদিক এডু আগুরিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলছেন, নিজেকেই পরিপূর্ণ ফুটবলার মনে করেন, ‘আমার মনে হয় আমিই ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। মানুষ পেলে, ম্যারাডোনা, মেসির কথা বলে, এটাকে আমি সম্মান করি। কিন্তু আমিই পরিপূর্ণ ফুটবলার। আমি ইতিহাসের সেরা ফুটবলার। ফুটবল ইতিহাসে আমার চেয়ে সেরা আর কাউকে দেখিনি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি।’
এই মুহূর্তে পেশাদার ফুটবলে রোনালদোর গোল ৯২৩, যা ইতিহাসের সর্বোচ্চ। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে কিছুদিন আগেই ৭০০তম জয়ের রেকর্ড গড়েছেন রোনালদো।
সারাবাংলা/এফএম
আল-নাসর ক্রিশ্চিয়ানো রোনালদো পেলে ম্যারাডোনা লিওনেল মেসি সৌদি প্রো লীগ