স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. টিএইচ খানের মৃত্যুবার্ষিকী আজ
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)।
টিএইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক, মিডিয়া সেলের সদস্য ও ইউট্যাবের মহাসচিব ড. মো. মোর্শেদ হাসান খানের বাবা। তার বড় ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে আইনজীবী।
২০২৪ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসায় মৃত্যু বরণ করেন টিএইচ খান। পরে উত্তরার ৯ নম্বর সেক্টরে পানির ট্যাঙ্ক সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টর খালপাড় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুম টিএইচ খান মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পরিবারের উদ্যোগে কুরআন খতম, কবর জিয়ারত, এতিম ও শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সারাবাংলা/জিএস/ইআ