Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার উদ্যোগে গত ২৮ জানুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. নাজমুস সায়াদাত।

ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপক মো. ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শামীম আরা খানম, ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব।

বিজ্ঞাপন

সমাবেশে প্রায় দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে ও সবসময় এই ব্যাংকের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নাজমুস সায়াদাত গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ব্যাংকের সকল সেবা স্বাভাবিক করা হয়েছে যার ইতিবাচক প্রভাব গ্রাহকদের মাঝে পড়েছে। গ্রাহকগণ এখন পূর্বের ন্যায় সেবা পাচ্ছেন।

সারাবাংলা/ইআ

সোশ্যাল ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর