Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সকল কর্মকর্তার সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ (স্থগিত) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিতে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে অনুসন্ধান চালায়। এ সময় অভিযোগের সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেইফ ডিপোজিট খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু কর্মকর্তাও সিলগালা করে সেইফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। এর অঅেগ, গত ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার’ সংক্রান্ত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদের বিষয়টি আলোচিত হয়। অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট সম্পদ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/এমপি