বগুড়ায় মোটরসাইকেলে ট্রাকচাপায় নারী নিহত
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০
বগুড়া: বগুড়া সদরের টিএমএসএস এলাকায় সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি স্বামীর সঙ্গে এক আত্মীয়ের দাফন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় রেহেনা বেগমের স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুত্বর আহত হন।
তাদের বাড়ি বগুড়া সদরের দশটিকা দক্ষিনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, সুবজ সরকার ও রেহেনা দম্পত্তির এক আত্মীয় মারা যাওয়ায় তারা সেই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। পথে টিএমএসএস ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে রাস্তায় ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্রাক চালক হারুন মিয়াকে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
সারাবাংলা/এসডব্লিউ