Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্ত সাপেক্ষে ইজতেমার অনুমতি পেল সাদপন্থিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৭

বিশ্ব ইজতেমা

গাজীপুর: আগামী বছর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগি কার্যক্রম ও বিশ্ব ইজতেমা করতে পারবে না এমন শর্ত পূরণ সাপেক্ষে ১৪ ফেব্রুয়ারি থেকে ইজতেমা করতে পারবেন সাদ অনুসারী মুসল্লিরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ এর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এ ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।

দুপুরের আগে বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। এ সময় মাদরাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ফরীদ সাহেব।

জোহরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বিকেলে তিনি ময়দানে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন।

এ ছাড়াও বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ‘দ্বিতীয় ধাপের মোনাজাত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবার আখেরি মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাতের আগে ও পরে গাজীপুর চৌরাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে একটি লেনে যান চলাচল চালু থাকবে। এবারের আয়োজনেও আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। ময়দানে বিদেশি মুসল্লিদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার আছে। বিদেশি মুসল্লিদের কথা চিন্তা করে ময়দানে সাধারণ ডায়েরি ও অভিযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারই প্রথম ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার আখেরি মোনাজাত মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের ছয় দিন ব্যাপী দুই ধাপের ইজতেমা।

সারাবাংলা/এইচআই

গাজীপুর টঙ্গীর ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা সাদপন্থিরা

বিজ্ঞাপন

ইজতেমায় যৌতুকবিহীন ২৩ বিয়ে সম্পন্ন
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭

আরো

সম্পর্কিত খবর