আখেরি মোনাজাত ১২টায়, বন্ধ থাকবে না যান চলাচল
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০
গাজীপুর: শূরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি)। বেলা ১২টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তবে এবার যান চলাচল বন্ধ থাকবে না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে ইজতেমা ময়দানের বিদেশি খিত্তার পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কন্ট্রোল রুমে ইজতেমা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
তিনি বলেন, ‘প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। বুধবার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশি মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন। প্রথম ধাপের মতোন দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোনো ঝুঁকি নেই। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতই আছে।’
সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৬ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে শূরায়ে নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে। ৮ তারিখ সাদপন্থিদের ময়দান বুঝিয়ে দেওয়া হবে। আশা করছি, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন করবেন।’
সারাবাংলা/এমপি