ইজতেমায় যৌতুকবিহীন ২৩ বিয়ে সম্পন্ন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯
গাজীপুর: তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে এ যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। যৌতুকবিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জোহাইরুল হাসান। এবার ২৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো সম্পন্ন হয়েছে।
তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ে পড়ানোর পর ভারতের মাওলানা জোহাইরুল হাসান সকল দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।
সারাবাংলা/এমপি