Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ইটভাটা শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯

মরদেহ। প্রতীকী ছবি

রাঙ্গামাটি: জেলার কাউখালী উপজেলায় এক ইটভাটা শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত ইটভাটা শ্রমিকের নাম মো. টিটু (৩৫)। টিটুর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে সে চট্টগ্রামের রাউজান উপজেলার গুচ্ছগ্রাম এলালায় শ্বশুড় বাড়িতে থাকত।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘ডাকবাংলো এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে একটি মরদেহ মাটিতে পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন ‍ওই ব্যক্তি। গতকাল (সোমবার) রাতে সর্বশেষ তাকে ইটভাটার ম্যানেজার দেখেছে। সে সর্বক্ষণ নেশাগ্রস্ত থাকত বলে জানিয়েছে। রাতে পড়ে গিয়ে মরে থাকায় মুখমণ্ডলে রক্ত দেখা যাচ্ছে। পড়ে গিয়ে নাক কিছুটা কেটে গিয়েছে বা কোনো পোকায় খেয়ে ফেলতে পারে। সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (৫ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এর আগে, সোমবার দুপুরে একই ইউনিয়ন থেকে শীলা নামে এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

সারাবাংলা/এইচআই

ইটভাটা শ্রমিক নিহত মরদেহ উদ্ধার রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর