Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববিতে কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে ‘জুতাপেটা’ করার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫

বরিশাল :বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মতিউর রহমান নামে দৈনিক মজুরিভিত্তিক এক কর্মচারীর বিরুদ্ধে অফিস চলার সময়ে এক কর্মকর্তার কক্ষে প্রবেশ করে তাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থদফতরে নিজ কক্ষে বসে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রানা। এমন সময় কোনো কথা না বলেই মতিউর রহমান ডেস্কে গিয়ে রানাকে জুতা পেটা করে বেড়িয়ে যান।

বিজ্ঞাপন

দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী মতিউর রহমান বলেন, ‘শহিদুল ইসলাম রানা আমার কাছে থেকে চাকরি দেওয়ার কথা বলে ৩২ লাখ ৬০ হাজার টাকা নিয়েছে। আমি টাকা পামু। টাকা তো দেয়ই না আবার আমার নামে থানায় জিডি করছে। আমি তারে এ বিষয়ে জিজ্ঞেস করায় বলে আপনিও আমার নামে জিডি করেন। দীর্ঘদিন পাওনা টাকা নিয়ে তালবাহানা করতেছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম রানা বলেন, ‘মতিউর আমাকে কয়েকদিন আগে হুমকি দিয়েছে। তিনি আমার কাছে চাঁদা দাবি করছে। আমি তার বিরূদ্ধে এ নিয়ে মামলা করেছি। আজকে অফিসে এসে আমাকে বলে আমি কেন মামলা করেছি। এ বলেই আমাকে তিনি জুতা পেটা শুরু করেন।’

পাওনা টাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে তাকে প্রমাণ দেখাতে বলেন।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ‘আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। তার ওপর ভিত্তি করে আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা প্রদান করেছেন ৷ উপাচার্য এখন অসুস্থ। তিনি ক্যাম্পাসে ফিরলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর