Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ক্যানসার হাসপাতালে নতুন ২টি রেডিওথেরাপি মেশিন চালু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫

সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান দুটি রেডিওথেরাপি মেশিন উদ্বোধন করেন। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন দুটি রেডিওথেরাপি মেশিন চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই হাসপাতালটিতে সব রেডিওথেরাপি মেশিন নষ্ট ছিল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান নতুন এই রেডিওথেরাপি মেশিন উদ্বোধন করেন।

এদিকে, আজ বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপনে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে এই খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিগত সময়ে ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল ৩০০ শয্যায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার হাসপাতালটিকে ৩০০ শয্যা থেকে ৫০০ শখ্যায় বর্ষিতকরণের কাজও সম্পন্ন হয়েছে। সংযোজন করা হচ্ছে নতুন উন্নত ও আধুনিক যন্ত্রপাতি।’

তিনি বলেন, ‘জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এরই মধ্যে বিপুল সংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে, তেমনই বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করছে।’

বিজ্ঞাপন

দেশেই ক্যানসারের সুচিকিৎসা আছে জানিয়ে ডা. মো. জাহাঙ্গীর কবীর বলেন, ‘অপ্রয়োজনে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থ অপচয় না করার দরকার নেই। ক্যানসার চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়ার পরিপ্রেক্ষিতে দেশে ক্যানসার বিমার বিশাল গুরুত্ব রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এমপি

ক্যানসার বিশ্ব ক্যানসার দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর