Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল বছরে মেট্রোরেলের আয় প্রায় ২৪৪ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৫

মেট্রোরেল

ঢাকা: ২০২৩-২৪ অর্থ বছরে শুধুমাত্র টিকিট বিক্রি করে প্রায় ২৪৪ কোটি টাকা আয় করেছে মেট্রোরেল। আর এর আগের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থ বছরে আয় করেছে ১৮ কোটি টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ে সভায় এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘প্রথম বছর পরীক্ষামূলক শুরু হয়েছিল। তখন চলত আগারগাঁও পর্যন্ত। তখন ফ্রিকোয়েন্সি ছিল কম। দিনের ১০টা হয়তো ট্রেন চলেছে। আস্তে আস্তে আমরা ট্রেন বাড়িয়েছি। গত বছর আমরা উত্তরা থেকে আগারগাঁও অংশে পুরোটাতে ট্রেন চালু করেছি। আমাদের ট্রেনের টিপ এখন ২০০টি হয়ে গেছে। আমরা এখন শুক্রবারেও ট্রেন চলাচল চালু রেখেছি, আগে যেটি ছিল না।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘দুই লাখ ৮২ হাজার প্যাসেঞ্জার গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সর্বোচ্চ মেট্রোরেলে ভ্রমণ করেছে। সেটা অবশ্য শুরুর দিকে ছিল ১৫-২০ হাজার। আমাদের টার্গেট হচ্ছে সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহণ করা। এটি ব্রেক ইভেন্ট পর আমাদের হবে। আমরা যদি হেডওয়ে কমাই, তাহলে এটি আর বেশি দিন দূরে নয়। আমরা যদি টঙ্গী পর্যন্ত চালু করতে পারি তাহলে আমাদের যাত্রী আরও বাড়বে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহসভাপতি পার্থ সারথি দাস এবং নির্বাহী কমিটির সদস্য মুনিমা সুলতানা। এ সময় রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মেট্রোরেলের বিভিন্ন লাইনের প্রকল্প পরিচালকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

টিকিট মেট্রোরেল রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর