Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান কারাগারে। ছবি: সারাবাংলা

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত যুবক মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫ দিন জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায়ের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। এ সময় আসামি পক্ষের আইনজীবী সাহেদ কামাল ইবনে খতিব জামিনের আবেদন করেন; তবে জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। পরে উভয় পক্ষের শুনানি শেষে চিফ বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৩০ জানুয়ারি রাতে সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের অবস্থিত তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন মোহাম্মদ নুরুজ্জামানকে আদালতে হাজির করে ১৫ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। পরে পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদের মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করেন তারা বাবা।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে গত সোমবার সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, প্রথম মামলায় নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তিনি নিজ নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪৭৮ টাকা জমা এবং মোট ২৮ কোটি ২৬ লাখ ৬৫ হাজার ২০৩ টাকা উত্তোলনসহ সর্বমোট ৬২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় নুরুজ্জামান আহমেদের স্ত্রী হোসনে আরা বেগম এবং নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নুরুজ্জামানের স্ত্রীর নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে মোট ২৫ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ২৯৩ টাকা জমা ও ২৪ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৬৭ টাকা উত্তোলনসহ সর্বমোট ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ রয়েছে।

তৃতীয় মামলার আসামি তার ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তার বাবা নুরুজ্জামান আহমেদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ২৬ হাজার ৩৪ হাজার ৫৭৪ টাকা জমা এবং ১১ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা উত্তোলনসহ সর্বমোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ রয়েছে। এই মামলায়ও নুরুজ্জামান আহমেদকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এমপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলা রংপুর রিমান্ড সাবেক সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর