Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমআইএস সিস্টেমে দরিদ্র্যতা থেকে পরিত্রাণ সম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সারাবাংলা

ঢাকা : এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীকে দরিদ্রতা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে মনে করেন সমাজকল্যাণ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে consultative workshop ‘The future of social protection in Bangladesh: Talking stock of key innovations’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, ‘ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আইএনএসএস দ্বারা পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু আমি বলতে চাই আমার দৃষ্টিকোণে শিশু ও মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা দেওয়া ও সুস্থ রাখা রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা খুব বয়স্ক আছেন তাদের প্রতিও রাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘অঙ্গহীন স্বাবলম্বী যারা, সবল যারা, তরুণ যুব ও মহিলা দরিদ্র যারা এবং নারীরা যারা সুস্থ আছেন কিন্তু দরিদ্র, তাদের সকলকে ভাতাভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’

এ কর্মশালায় উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ নিয়ে এই পরামর্শমূলক কর্মশালার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাংককে এই সময়োপযোগী উদ্যোগ এবং ক্যাশ প্লাস পরিষেবা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘হাজার হাজার কোটি টাকা অপচয় করা ও দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে, শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থা করে কাজে লাগান। সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা। বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলির নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করুন এবং বিশ্বব্যাপী প্রমাণ এবং GOB অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে স্কেল-আপ পরিকল্পনাগুলিকে সংহত করণে ডেটা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা এই সিস্টেমগুলির কেন্দ্রীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠিত কর্মশালায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিস গেইল মার্টিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মিস শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মো. আমির উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক নাজমুল আহসান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর দীলিপ কুমার চক্রবর্তী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্মসচিব নাজমুল আবেদিন, সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক কানিজ ফাতেমা এবং ওয়ার্ড ফুড প্রোগ্রামের পলিসি অফিসার মামুনুর রশিদ সামাজিক নিরাপত্তার সমস্যা ও আশুকরণীয় বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এমপি

এমআইএস সিস্টেম মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর