জানুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে, সামান্য বেড়েছে মজুরি হার: বিবিএস
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২
ঢাকা: গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। সামান্য বেড়েছে মজুরি হার। আলোচ্য মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা এর আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যম্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘কনজ্যুমার প্রাইস ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৫ সালের জনুয়ারি মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ। এক সময়ে গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
বিবিএস বলেছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে নির্ধারিত সময়ে তথ্য উপাত্ত সংগ্রহকরে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৬১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে শহরে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ, যা এর আগের মাসে ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
বিবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে শ্রমিকের মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৬ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ। এক্ষেত্রে কৃষি ক্ষেত্রে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া শিল্প খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮০ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৭৭ শাংশ। সেবা খাতে জানুয়ারিতে মজুরি হার সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৮ দশমিক ৪৩ শতাংশ।
সারাবাংলা/জেজে/আরএস