Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশ, বিদেশি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

ছবি সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশের দায়ে বিদেশি একটি অয়েল ট্যাঙ্কারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। এমটি ডলফিন-১৯ নামে পানামার পতাকাবাহী জাহাজটি জ্বালানি তেল বহন করছিল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন। এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার বিদেশি জাহাজটির নিয়োগ দেওয়া বাংলাদেশি প্রতিনিধি মেসার্স এইচএসআর ওশেন ট্রেডারকে জরিমানা পরিশোধের নোটিশ দিয়েছেন।

বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এমটি ডলফিন-১৯ বাণিজ্যিক জাহাজটি বন্দরের জলসীমা কুতুবদিয়ায় প্রবেশ করে অবস্থান নেয়। তবে এ বিষয়ে জাহাজের মাস্টার কোনো পূর্বঘোষণা দেননি এবং বন্দরের রেডিও কন্ট্রোল বিভাগকেও অবহিত করেননি।

বিজ্ঞাপন

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিটিএমআইএস প্রযুক্তি ব্যবহার করে জাহাজটির বন্দর সীমানায় অবস্থানের বিষয়ে নিশ্চিত হন। যোগাযোগ করা হলে জাহাজের মাস্টার বন্দর সীমানায় প্রবেশের আগে ঘোষণা না দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

জাহাজটি বন্দরের সীমানায় প্রবেশের একদিন পর মেসার্স এইচএসআর ওশেন ট্রেডারকে এ দেশের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়।

সংশ্লিষ্টরা জানান, কোনো জাহাজ বন্দর সীমানায় প্রবেশের অন্তত পাঁচ কর্দিমদিবস আগে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে ঘোষণা ও অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এমটি ডলফিন-১৯ সেই আইন অমান্য করে অবৈধভাবে বন্দরের জলসীমায় প্রবেশ করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এইচআই