Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীকে কটুক্তির অভিযোগ, চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৮

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.) কে কটুক্তি করার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চবির শহিদ মিনার চত্ত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসে গিয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা।

বিজ্ঞাপন

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম এস এম সানবিম সিফাত। তিনি চবির নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘‘আমাদের সহপাঠী সানবিম সিফাত ক্লাসরুমেও অনেক সময় ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করেছে। ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে তার কটূক্তি ও অবমাননাকর মন্তব্য লক্ষ্য করেছি আমরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার পোস্ট নিয়ে আমরা জিজ্ঞাসা করলে সে বলে, ‘আই ডোন্ট কেয়ার।’ আমরা তাকে আমাদের ব্যাচ থেকে বয়কট করেছি এবং তার যথাযথ শাস্তির দাবি জানাই।’’

জানতে চাইলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে । ওই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব। দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভা ডেকে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে এস এম সানবিম সিফাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরে সংযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা /এমআর/ এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর