Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফয়জুল করিমের ওপর হামলাকারী সেই যুবককে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩২

স্বপনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা

বরিশাল: গত (১২ জুন ২০২৩) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী যুবক স্বপনকে (৩৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোড ওয়াপদা কলোনি থেকে হামলাকারী ওই যুবককে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারী স্বপন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল সোমবার তিনি নগরীর ওয়াপদা কলোনির বাসায় আসেন। এ খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় জনতা তার বাসায় যায়। তখন পালানোর সময় স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. নাসির উদ্দিন নাইস জানান, ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে ভোটের দিন দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। এ সময় কেন্দ্র থেকে বের হওয়ার পর ৩০-৩৫ জন লোক নৌকার স্লোগান দিয়ে তার ওপর হামলা করে। এ সময় রক্তাক্ত জখম হন তিনি।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘স্থানীয়রা আটক করে স্বপনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। হামলার পর তাকে একবার আটক করা হয়েছিল। ওই ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।’

সারাবাংলা/এইচআই

ফয়জুল করিমের ওপর হামলাকারী বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর