Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসি পার্কে সংঘাতের জেরে সড়ক অবরোধ প্রাইম মুভার শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৩

ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

শ্রমিকদের দাবি, মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে কয়েকজন প্রাইমুভার চালক ও সহকারীদের মারধর করে পার্কের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা। তাদের কয়েকজন শ্রমিকের খোঁজ তারা পাচ্ছেন না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সরেজমিনে নগরীর কাস্টমস এলাকায় দেখা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শত শত ট্রাক, প্রাইম মুভার ও লরি চালকরা সড়কে মিছিল সহকারে নেমে আসে। তারা এসময় সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তায় উভয়পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। অনেক চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিতেও দেখা গেছে।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীর চরম ভোগান্তিতে পড়েন। ছবি: সারাবাংলা

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীর চরম ভোগান্তিতে পড়েন। ছবি: সারাবাংলা

অন্যদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বন্দর-পতেঙ্গা, অলংকার ও জিইসিগামী যাত্রীর চরম ভোগান্তিতে পড়েন। বাসে থাকা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা গেছে। এ ছাড়া, চট্টগ্রাম কর্ণফুলী এবং সিইপিজেডের শ্রমিকরা অফিস শেষে বাসায় ফেরার পথে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বাসায় যাচ্ছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ কমিশনার (ট্রাফিক) কবির আহম্মদ সারাবাংলাকে বলেন, ‘ডিসি পার্কে কয়েকজন গাড়ি চালকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার না করলে তারা সড়ক থেকে সরবে না বলে জানিয়েছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: চট্টগ্রামে ডিসি পার্কে হামলা

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ২০ জন শ্রমিকের খোঁজ পাচ্ছি না। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা আছে। তাদের সঙ্গে আমরা বৈঠক করে সিদ্ধান্ত নেব। যারা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

এর আগে এদিন রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাট ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের সিকিউরিটি গার্ডদের সঙ্গে চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালান।

সারাবাংলা/আইসি/পিটিএম

প্রাইম মুভার শ্রমিক সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর