Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪

বিশ্ব ইজতেমা

গাজীপুর: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মো. জুবায়ের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করছেন বেঙ্গালোরের (ভারত) মাওলানা ফারুক এবং তরজমা (অনুবাদ) করছেন মুফতি আমানুল হক সাহেব। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়তি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মো. জুবায়ের।

বিজ্ঞাপন

শুরায়ে নেজামের (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

সারাবাংলা/এমপি

৫৮ তম বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাত

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর