Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০তম জন্মদিনে এক নজরে রোনালদোর ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১

৪০ বছরে পা দিলেন রোনালদো

তার সঙ্গে যারা ফুটবল খেলা শুরু করেছিলেন, তাদের প্রায় সবাই এখন অবসর জীবন কাটাচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য অন্য সবার চেয়ে আলাদা। ‘বুড়ো’ বয়সেও দিব্যি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। আজ রোনালদো পা রাখলেন ৪০ বছরে। সিআর সেভেনের জন্মদিনে এক নজরে দেখা নেওয়া যাক তার ক্যারিয়ারের অনন্য সব রেকর্ডগুলো।

১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেরিয়াকে জন্মগ্রহণ করেন রোনালদো। স্থানীয় ক্লাব আন্দোরিনহাতেই ফুটবলের হাতেখড়ি তার। তবে রোনালদোকে বিশ্ব চিনেছে স্পোর্টিং লিসবনের হয়ে খেলার সময়েই। এই লিসবন থেকেই রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো জায়ান্ট ক্লাবে দীর্ঘ সময় পার করেছেন রোনালদো। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে রোনালদো ছাড়িয়ে গেছেন সবাইকেই। ক্লাব ফুটবলের মতো পর্তুগাল জাতীয় দলের হয়েও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা এই মুহূর্তে ১৩৫। আন্তর্জাতিক ফুটবলে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২০২১ সালে রোনালদো ছাড়িয়ে গেছেন দীর্ঘদিন এই রেকর্ড ধরে রাখা ইরানের কিংবদন্তি আলি দাইকে। পর্তুগালের হয়ে রোনালদো মাঠে নেমেছেন ২১৭ ম্যাচে, এটিও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। ২০১৬ সালে রোনালদোর নেতৃত্বেই বহু আরাধ্য ইউরো শিরোপা জেতে পর্তুগাল।

চ্যাম্পিয়নস লিগ এলেই রোনালদো হয়ে উঠেছেন ভয়ংকর। রেকর্ড ১৮৭ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৪১ গোল, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। সব মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো।

বিজ্ঞাপন

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের কীর্তি আছে রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে তার করা ১৭ গোল এক মৌসুমে সর্বোচ্চ।

৪৫০ গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি কোপা ডেল ও সুপার কাপ জিতেছেন রোনালদো।

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন রোনালদো। ইউরোপ ছেড়ে দুই মৌসুম আগে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। তার ছোঁয়াতেই বদলে গেছে সৌদি ফুটবলের চালচিত্র। সেখানেও গোলবন্যা বইয়ে গড়ছেন নতুন নতুন রেকর্ড। কিছুদিন আগেই ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

পেশাদার ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এই মুহূর্তে ৯২৩, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

সারাবাংলা/এফএম

৪০তম জন্মদিন ক্রিশ্চিয়ানো রোনালদো রেকর্ড

বিজ্ঞাপন

বুধবার যে সকল এলাকায় গ্যাস থাকবে না
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২

আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮

গাজীপুরে পিকআপ উলটে নিহত ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০

চোটে জর্জরিত রিয়ালে 'জরুরি অবস্থা'
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২

আরো

সম্পর্কিত খবর