Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০তে ৬৩৩ উইকেটে রশিদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২২

টি-২০তে নতুন ইতিহাস রশিদের

টি-২০ ক্রিকেটে বিশ্বজুড়েই তার সুনাম। এই ফরম্যাটে আফগানিস্তানের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করে রশিদ খান হয়ে উঠেছেন সেরাদের একজন। এবার টি-২০ ক্রিকেটে অনন্য এক রেকর্ডের অধিকারী হলেন তিনি। টি-২০ ক্রিকেটে ৬৩৩ নিয়ে রশিদই এখন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারি।

২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে টি-২০ ক্রিকেটে যাত্রা শুরু রশিদ খানের। এরপর জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবিশ্বাস্য পারফর্ম করে এই ফরম্যাটে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই আফগান স্পিনার। ২৬ বছর বয়সী রশিদ খান ৬৩১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর সাথে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-২০ লিগে খেলতে নেমে গত রাতে কেপটাউনের হয়ে খেলতে নেমে ২ উইকেট নিয়েছেন রশিদ। আর এতেই নতুন ইতিহাস গড়েছেন তিনি। ব্রাভোকে টপকে রশিদই এখন টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি। ৬৩৩ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন রশিদ। এই মুহূর্তে খেলা ক্রিকেটারদের মাঝে তার কাছাকাছি আছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, তার উইকেটসংখ্যা ৫৭৪।

ব্রাভোর চেয়ে অনেক কম সময়েই এই কীর্তি গড়েছেন রশিদ। ৬৩৩ উইকেট পেতে রশিদের লেগেছে ৪৬১ ম্যাচ। ব্রাভো ৬৩১ পেয়েছিলেন ৫৮২ ম্যাচে।

নতুন ইতিহাস গড়ে উচ্ছ্বসিত রশিদ, ‘এটা দারুণ এক অর্জন। আমি কখনোই ভাবিনি এরকম কিছু অর্জন করতে পারব। ১০ বছর আগে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো এখানে পৌঁছাতে পারব কিনা, আমি হেসেই উড়িয়ে দিতাম। আফগানিস্তানের হয়ে খেলে এই পর্যায়ে পৌঁছানো অনেক বড় ব্যাপার। ব্রাভো টি-২০ ফরম্যাটের অন্যতম সেরা বোলার। আমি সামনে আরও ভালো করার লক্ষ্যে খেলে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আফগানিস্তান ইতিহাস টি-২০ রশিদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর