Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১

ঢাকা: সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে এ পরিস্থিতি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর বলেছে, সপ্তাহের শুরুতে তাপমাত্রা খানিকটা কমতে পারে। এদিকে এই তিন দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়বে।

বৃহস্পতিবাও (৬ ফেব্রুয়ারি) এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবারও (৭ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামি সপ্তাহের এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর কোনো প্রভাব দেশের ওপরে পড়বে না।

সারাবাংলা/জেআর/ইআ