চট্টগ্রামে আগুনে পুড়ল ৮ দোকান
স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন সারাবাংলাকে জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তিন ঘন্টার চেষ্টায় সকাল ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, ‘আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলো টিন আর বাঁশের বেড়ার হওয়ার দ্রুত আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে একটি চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদের ধারণা। আগুনে ১০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে।’
সারাবাংলা/আইসি/এমপি