ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৫
গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত শুরু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতটি পরিচালনা করেছেন মাওলানা মো. জুবায়ের আহমেদ।
বিশ্ব ইজতেমার এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
এছাড়া আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের জন্য বারবার আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন রাসূলের ভক্তরা। পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতিও করেন তারা।
এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও এ ধাপে বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
সারাবাংলা/ইআ