আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮
বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা ও উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান ৮৮ বছর বয়সে মারা গেছেন। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম ছিলেন প্রিন্স করিম আগা খান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এক বিবৃতিতে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।
প্রিন্স শাহ করিম আল হুসেইনি আগা খান ১৯৩৬ সালের ১৩ ডিসেম্বর জেনেভায় সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। তার সম্পদের আনুমানিক পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার থেকে ১৩ বিলিয়ন ডলার পর্যন্ত। তার অর্থ এসেছে তার পারিবারিক উত্তরাধিকার, তার ঘোড়া প্রজনন ব্যবসা, পর্যটন ও রিয়েল এস্টেটে তার ব্যক্তিগত বিনিয়োগ থেকে।
সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করেছেন। পাকিস্তানে তিনি আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন ও হার্ভার্ড ও এমআইটির সহযোগিতায় আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন। ভারতীয় ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে দিল্লির হুমায়ুনের সমাধির পুনঃনির্মাণে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
রাজনীতি ও সমাজকল্যাণের বাইরে, আগা খান ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। রাজা চার্লস তৃতীয় ও প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয়ের বন্ধু ছিলেন তিনি। তার মৃত্যুর পর রাজা চার্লস শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/এমপি