Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৫

ঢাকা: গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি সংস্কারের জন্য দেশের কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই সময়ে নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

গ্যাস তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর