সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭
সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ লাখ ১৬ হাজার ১৪০ টাকার গরু, ফুচকা,সুপারি এবং চিনি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১১ -এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও থেকে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়।

জব্দ হওয়া ১০টি ভারতীয় গরু
এছাড়াও মাছিমপুর,মাটিরাবন এবং চানপুর বিওপি কর্তৃক একই সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী,সোনাতলা,গিলাগড়া এবং বারেকটিলা এলাকা থেকে মালিকবিহীন ফুচকা, সুপারি এবং চিনি জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানসহ গোয়েন্দা নজরদারি চলমান আছে।
এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয় এবং জব্দ হওয়া অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ