Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

চট্টগ্রাম ব্যুরো: সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন সারাবাংলাকে জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার দেখা দিলে প্রথমে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে আসা হবে।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ