Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি স্থায়ীকরণের দাবি
বাঘাবাড়িতে দ্বিতীয় দিনের আন্দোলনে মিল্কভিটার শ্রমিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২০

চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) সিরাজগঞ্জের বাঘাবাড়িতে চাকরি স্থায়ীকরণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

বুধাবর (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাঘাবাড়িতে অবস্থিত মিল্কভিটার মূল ফটকের সামনে আন্দোলন ও কর্মবিরতি চলছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাবে বলে আন্দোলনকারীরা হুঁশিয়ারী দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, দুই যুগের বেশি সময় ধরে দিনমজুর হিসেবে কাজ করলেও হয়নি চাকরি স্থায়ীকরণ। উল্টো বাইরে থেকে লোক নিয়ে এসে কিছুদিন পরেই তাদের স্থায়ী করা হয়েছে। বাবা-মা মারা গেলেও নেই ছুটি, না আসলেই কাটা যায় সেদিনের মজুরি। এমন দাবি তুলে চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে এক দফা আন্দোলন, কর্মবিরতি ও অনশন শুরু করেছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই দাবি আদায়ে এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন তারা। আগামীতে মিল্কভিটাকে বয়কটের ঘোষণা দিয়েছেন এখানে কর্মরত শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, ‘২০২৪ সালের আগস্ট মাসে চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষ (৯ দিন) সময় নিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। পাশাপাশি ঈদে বা অসুস্থ হলেও ছুটি দেওয়া হয় না বরং কাটা হয় মজুরি।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায় না হলে আগামীতে শাট ডাউন করে দেওয়া হবে মিল্কভিটাকে।’

একই সঙ্গে শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করে কাজে ফেরানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার দাবিও করছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

বাঘাবাড়ী মিল্কভিটার অতিরিক্ত মহা ব্যাবস্থাপক ড. সাইদুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতিদ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমপি

আন্দোলন আমরণ অনশন চাকরি স্থায়ীকরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর