‘সংস্কার ছাড়া নির্বাচন হলে ‘২৪এর গণঅভ্যুত্থান ধ্বংস হবে’
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১
ঢাকা: সংস্কার ছাড়া নির্বাচন হলে ’২৪এর গণঅভ্যুত্থানকে ধ্বংস করা হবে- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ।
‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনায় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা বলেছি জুলাই আগস্টে নির্বাচন সম্ভব। কিন্তু তার আগে কিছু সংস্কার করতে হবে। আবার সংস্কার শেষ করে নির্বাচনে যাব এই চিন্তায় থাকলেও হবে না। কিছু সংস্কার আগে হবে আবার কিছু সংস্কার নির্বাচনের পরেও হবে। কিন্তু তার আগে একটি নির্বাচিত সংসদ দরকার। সেই সংসদে বসেই সংবিধান সংস্কার করতে হবে।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ‘আপনারা সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। আর সেই রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরেন। এরপর সবার ঐক্যমত নিয়ে নির্বাচন দিন। নির্বাচনমুখী সংস্কার করেন। নির্বাচনের জন্য বেশি সময়ক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না। দেরি করলে তার যৌক্তিকতা তুলে ধরুন।’
তিনি বলেন, ‘সংস্কার কমিশন গঠন করে নির্বাচনে গেলে জাতির মঙ্গল হবে। তরুণ প্রজন্মও দলে আসতে চাচ্ছে আর রাজনীতিতে আসতে চাচ্ছে। আমরা তাদেরকেও স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের মাধ্যমেই যেকোন একটি দল আসুক, সেটাই আমাদের চাওয়া।’
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে গেছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে।’
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদেও আছে প্রশাসনেও আছে। এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসর। এদের বহাল রেখে কিভাবে সরকার এগোবে বোধগম্য নয়। সব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসর পরিষ্কার না করে সরকার সফল হতে পারবে না।’
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয় সেদিকে সবার নজর রাখার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জাতির এগিয়ে চলার প্রাণশক্তি। এই ঐক্য যেন কোনভাবেই নষ্ট না হয়। ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য যদি নষ্ট হয়ে যায় তাহলে ফ্যাসিবাদ আবারও এগিয়ে আসবে। ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, ‘বিএনপি ও ছাত্ররা একটি দলিল তৈরি করেছে। দুইটি সমন্বয় করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে। তাড়াহুড়ো করা যাবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিকদের অনেকের চাকরি চলে গেছে। অনেক পত্রিকা ও গণমাধ্যম মিডিয়া বন্ধ হয়ে গেছে।’
আমরা সংস্কার ঘোষণা পত্র যেটি দিব সেখানে এই বিষয়েও সংস্কার গঠনের কার্যক্রম দেওয়া হবে। গণমাধ্যম সংশ্লিষ্ট একটি স্বাধীন গণমাধ্যম তৈরি করব। গণতান্ত্রিক যেসব প্রতিষ্ঠান সংবাদ কর্মীদেরকে চাকুরিচ্যুত করেছেন, তাদেরকে বলব এখন আপনারা এই সংবাদ কর্মীদেরকে চাকুরীতে ফিরিয়ে নিন।’
তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে মিডিয়াকে স্বাধীন করতে হবে। সেই সঙ্গে আমি সাংবাদিকদের কেউ বলবো আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন মালিকের কাছে নয়।’
সারাবাংলা/এফএন/এমপি