Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করলেন সোহান

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৯

রংপুরের ব্যর্থতার দায় নিলেন সোহান

তাদের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা সেই রংপুর রাইডার্সই সবার আগে ছিটকে গেছে প্লে-অফ থেকে। দলের এই ব্যর্থতার পর অধিনায়ক নুরুল হাসান সোহান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হারের দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন তিনি।

বিপিএল শুরুর আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল রংপুর। বিপিএল শুরুর পর থেকে অজেয় ছিলেন তারা। টানা ৮ ম্যাচ জিতে সবার আগে প্লে-অফে পা রেখেছিল রংপুর। শীর্ষ ২ এ থেকে কোয়ালিফায়ার খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল টুর্নামেন্টের মাঝপথেই।

বিজ্ঞাপন

তবে গ্রুপ পর্বের শেষভাগে এসে হঠাৎ ছন্দপতন। টানা ৪ হারে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারিয়েছে রংপুর। এলিমিনেটরের আগে তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে এনেছিলেন তারা। তাতেও শেষরক্ষা হয়নি। খুলনা টাইগার্সের কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর।

দলের এমন বিদায় মেনে নিতে পারছেন না ভক্তরা। অধিনায়ক সোহান এলিমিনেটরের ম্যাচের দিন চোটের কারণে আগেই মাঠ ছাড়ায় ফলাফল নিয়ে কিছু বলেননি। গত রাতে এক পোস্টে তিনি জানিয়েছেন, হারের দায়টা অধিনায়ক হিসেবে তারই বেশি, ‘প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি। ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি বা না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’

নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি ছিল না তার, সোহান বলছেন এমনটাই, ‘রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখ প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

নুরুল হাসান সোহান বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

নৌকাবাইচ প্রতিযোগিতায় মাতলো খুলনা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮

আরো

সম্পর্কিত খবর