Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে ছুরিকাঘাত, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে ছুরিকাঘাত করে ওই বাসার গৃহবধুসহ দুইজনকে আহত করেন এক যুবক। এ সময় মোক্তার হোসেন (২৬) নামে ওই হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠ এর পাশে ছয়তলা ভবনের তৃতীয় তলায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া(২৬)।

ঢাকা মেডিকেলে আহত মৌসুমী খাতুন বলেন, তারা রহমতগঞ্জের ওই বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকেন। তার স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগীর ব্যবসা করেন। তার চার সন্তান মাদ্রাসায় পড়ে। সন্তানরা মাদ্রাসায় ছিল। তাদের জন্য টিফিন রেডি করছিলেন তিনি। সে সময় দরজা খোলা ছিল।

তিনি আরও বলেন, ‘হঠাৎ করে ওই যুবক রুমের ভেতরে বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে যায়। তার হাতে দুইটি ছুরি ছিল। পরে একটি ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। পরে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে মোক্তারকে ধরে ফেলে। তবে মোক্তার আমাদের পূর্ব পরিচিত। আমাদের ধারণা, চুরি করতেই এসেছিল সে। পরে কিছু না নিতে পেরে ছুরিকাঘাত করে।’

এদিকে আহত প্রতিবেশী সেন্টু বলেন, তারা তৃতীয় তলায় পাশাপাশি ফ্ল্যাটে থাকেন। চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে এসে দেখেন মোক্তার নামে ওই যুবক একটি ছুরি হাতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘরে ঢুকে দেখেন মৌসুমী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত মোক্তারকে ধরতে গেলে মোক্তার তাকেও ছুরিকাঘাত করার চেষ্টার সময় তার হাতে লাগে। পরে স্থানীয়রা মোক্তারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘সকালে রহমতগঞ্জ এলাকায় এক যুবককে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোর্পদ করেছে। জানতে পেরেছি বাসায় চুরি করতে গিয়ে এক গৃহবধুসহ দুজনকে ছুরিকাঘাত করেছে। এর মধ্যে ওই গৃহবধুর পেটে ও বাম পায়ে ও সেন্টুর বাম হাতে ছুরিকাঘাত রয়েছে। গৃহবধুর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আর সেন্টুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোক্তার নামে ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

আহত চকবাজার ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

নৌকাবাইচ প্রতিযোগিতায় মাতলো খুলনা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮

আরো

সম্পর্কিত খবর