Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেশবপুরে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪

ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ

যশোর: জেলার কেশবপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করছিলেন তারা।

আটকরা হলেন-বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।

তিনি জানান, রাত ৯টার দিকে আট-দশ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করেন। এ সময় বাকিরা পালিয়ে যান।

এএসআই কামরুজ্জামান আরও জানান, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ কেশবপুর ছাত্রলীগ কর্মী আটক যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর