কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০
কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। এ সময় জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। দেওয়া হয় আল্টিমেটাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
আহত সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক।
এ সময় বক্তব্য দেন- কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম মান্নান ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে আল্টিমেটাম দেয় তারা। এর আগে সকালে কুয়াকাটা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
এদিকে, হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদসভা ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কুয়াকাটার তুলাতলী নিজ বাসভবনের সামনে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ সময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সারাবাংলা/এসআর
কলাপাড়া কুয়াকাটা পটুয়াখালী বাংলাভিশন প্রতিনিধি বিক্ষোভ মিছিল মানববন্ধন সাংবাদিক জহিরুল ইসলাম মিরন হত্যা চেষ্টা হামলা