Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নিয়ে হিন্দু মহাজোট নেতা গোবিন্দ যা বললেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

বাংলাদেশ হিন্দু মহাজোটের সাবেক মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র

ঢাকা: বাংলাদেশ হিন্দু মহাজোটের সাবেক মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বলেন, ‘জামায়াতে ইসলামের নেতারা ক্ষমতা চান না। তারা জনগণের সেবক হতে চান। তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। তারা দেশের ক্রান্তিকালে জনগণের পাশে সবার আগে দাঁড়িয়েছেন। কি পূজা, কি খরায়, কি মঙ্গায় আর কি বন্যায়, সবসময় সবার আগে পৌঁছে যান জামায়াতে ইসলামীর কর্মীরা।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদদের ১০ খন্ড বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোবিন্দ চন্দ্র বলেন, ‘এই দেশে বহু দল ক্ষমতায় এসেছে, তারা দেশ শাসন করেছেন। কিন্তু সবার বিরুদ্ধে দুর্নীতি আর লুটপাটের গন্ধ লেগে আছে। তবে জামায়াতে ইসলামী দুজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে অন্য যত অভিযোগ থাকুক না কেন তাদের বিরুদ্ধে কেউ দুর্নীতির বিষয়টি আনতে পারেননি। তার মানে তারা প্রমাণ করে গেছেন যে ধার্মিক নেতারা দুর্নীতিবাজ নন। ধার্মিক লোকদের দ্বারা একবার এই দেশ পরিচালনা হোক এটা আমি চাই। তাহলে দেশে সৎ ও আদর্শবান লোক তৈরি হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একজন চোরও চান না যে তার ঘরে আরও দুইটা চোর থাকুক। তার ঘর চুরি হোক। বাংলাদেশের মানুষ একবারের জন্য চান সৎ ও আদর্শবান লোক দেশের ক্ষমতায় আসুক। সেই দিনের অপেক্ষায় আছি আমরা।’

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ