Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে গুলি
অস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

আবু সাদাত মো. আবু সায়েম। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করার অভিযোগে অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগরীর খুলশী সেন্টারের ২ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আবু সাদাত মো. আবু সায়েম (৪৩) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ২০২২ সালে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনে তিনি সাধারন সম্পাদকে পদে মনোনোয়ন প্রত্যাশী ছিলেন। গ্রেফতার সায়েম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুল মালেক জনি হত্যার অন্যতম আসামি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই আক্রমণের নেতৃত্ব দেন যুবলীগ নেতা আবু সাদাত মো. সায়েম। সেদিন ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন তিনি। এ ঘটনায় পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার অনেক ছাত্র গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে গোলাগুলির ঘটনায় তাকে আমরা গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পটিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদে খবর পেয়ে আমরা তাকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যানুযায়ী পটিয়ার কুসুমপুর ইউনিয়নের একটি পরিত্যাক্ত টিনের ঘর থেকে দেশীয় এলজি বন্দুক উদ্ধার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

আন্দোলনে গুলি চট্টগ্রাম ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ সাবেক নেতা গ্রেফতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর