Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা ও পূর্বাচলের ১৪টি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন করার উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫

– প্রতীকী ছবি (সংগৃহীত)

ঢাকা:  রাজধানীর উত্তরার ৩টি ও পূর্বাচলের ১১টি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে কক্ষ স্থাপন ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য ‘ঢাকা মহানগরী ও পূর্বচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এটি বাস্তবায়নে মোট ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। চলতি বছর থেকে ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিত হবে এবং শিশুর মানসিক বিকাশ ঘটানো সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

গত রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৪টি বিদ্যালয়ের ১ হাজার ৯৭৫টি কক্ষ নতুনভাবে নির্মাণ, ১৭৭টি বিদ্যালয়ের ১ হাজার ১৬৭টি কক্ষের অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা হবে। এছাড়া উত্তরাতে ৩টি ও পূর্বাচলে ১১টিসহ মোট ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন, শতভাগ ভর্তি ও শিশুর মানসিক বিকাশ নিশ্চিত করা, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চ শিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারাবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য কমানো হবে। সেই সঙ্গে প্রায় দুই লাখ শিক্ষার্থীর জন্য শিশুবান্ধব শিক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করাসহ শিক্ষার মান বৃদ্ধি করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাবিত ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন মূল প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

সারাবাংলা/জেজে/আরএস

উত্তরা ও পূর্বাচলের ১৪টি প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর