Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়ানোর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫

জনপ্রশাসন সংস্কার কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতিবছর বাড়ানো যেতে পারে। তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। কমিশনের প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এ সব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, একজন সরকারি কর্মচারীর ১৫ বছর চাকরির পর পেনশন সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

এতে বলা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারী ১৫ বছর চাকরি করার পর সকল সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হলো। এটি কর্মজীবন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তাদের জন্য চাকরি থেকে চলে যাওয়ার সুবিধা দেবে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২৫ বছর চাকরি করার পর অবসরে গেলে পেনশনসহ সব অবসর সুবিধা পেয়ে থাকেন।

এ ছাড়া, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:১৩

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আরো