চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতারের সময় তার সমর্থকদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তার সমর্থকরা।
গ্রেফতার আবুল মনসুর আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সাংবাদিকদের জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি আবুল মনসুর। তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে তোলার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উচ্ছৃঙ্খল সমর্থকরা।
একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে বহনকারী মাইক্রোবাস নিয়ে রওনা দেয়। এ সময় তার সমর্থকরা মাইক্রোবাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এছাড়া মনুসরকে নিয়ে যাবার পর তার সমর্থকরা চট্টগ্রাম-নাজিরহাট সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
সারাবাংলা/আরডি/এসআর