ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ-ভাঙচুর, অগ্নিসংযোগ
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২
ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এখন বুলডোজার দিয়ে পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে। এর আগে দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয় আগুন। এ সময় বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র-জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া হবে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। একইসঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।
এদিকে সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে এসে জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতার খণ্ড খণ্ড মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। ছাত্র-জনতা এক পর্যায়ে স্লোগান দিতে দিতে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। যদিও এর আগে ৫ আগস্ট ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।
আর আজকে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় রাসেল স্কয়ারে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আশপাশের সড়কগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবে। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কী করে কর্মসূচি ঘোষণা করে। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরিত করা হয়।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।
সারাবাংলা/ইউজে/এসআর