Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলায় আহত সাংবাদিকের সঙ্গে কথা বললেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০

হামলায় আহত এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার। ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিএনপির নেতা-কর্মীর হামলায় আহত এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তারের সঙ্গে কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন থেকে মোবাইলে কথা বলেন তিনি। এ সময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক জাবেদ আক্তার।

এর আগে, তারেক রহমানের নির্দেশে হাসপাতালে গিয়ে জাবেদ আক্তারের খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, ফারজানা শারমিন পুতুল, বিএনপির নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সংবাদিকদের ওপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। এতে আহত হন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার। তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিজ্ঞাপন

'আলিস বিশ্বাস রাখ, তুই পারবি'
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৯

আরো

সম্পর্কিত খবর