খুলনায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ‘শেখ বাড়ি’
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩
খুলনা: গণঅভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে খুলনায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে আলোচিত ‘শেখ বাড়ি’।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ভাঙচুর চালান। পরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় ছাত্র-জনতা ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকে। এই বাড়িতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ আরও কয়েক ভাই থাকতেন। খুলনায় কী হবে আর কী হবে না, এসব সিদ্ধান্তই আসতো এই বাড়ি থেকে।
বিকেল থেকে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোস্টে ‘শেখ বাড়ির আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ পোস্ট দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, তার চাচাতো ভাইদেরও বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগস্টই খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। সেদিন ছাত্র-জনতার ক্ষোভে দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয় বাড়িটিতে।
সারাবাংলা/পিটিএম