নৈশভোজে যোগ দিচ্ছেন ফখরুল-খসরু-জায়মা
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৫
ঢাকা: যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অংশ নিতে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্য জায়মা রহমান আজ রাতে নৈশভোজে অংশ নিচ্ছেন। কাল সকালে প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন তারা।
আমির খসরুর বরাত দিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১ টায় বাংলাদেশের গণমাধ্যমকে বিষয়টি জানায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। আর তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার একমাত্র কন্যা জায়মা রহমান গতকাল যুক্তরাষ্ট্রের রাজাধীন ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন। কংগ্রেস ও সিনেটের সদস্যরা ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট এ প্রার্থনা সভায় বক্তব্য দেন।
সারাবাংলা/এজেড/পিটিএম