Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে বঙ্গবন্ধু হলের নাম ‘বিজয় ২৪’, ম্যুরাল ভেঙে করা হলো ‘মুক্তমঞ্চ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৬

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামের ফলক ভেঙে ফেলে শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে প্রতিষ্ঠিত সব স্থাপনার সাইনবোর্ড ও ম্যুরাল ভেঙে নতুন নামকরণ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার সময় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বিভিন্ন আবাসিক হল, ছাত্রাবাস থেকে এসে ক্যাম্পাসের লাইব্রেরি চত্বরে জড়ো হন। ক্যাম্পাসে বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করেন এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

এর পর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইনবোর্ড ভেঙে ‘বিজয় ২৪ হল’ নামকরণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভেঙে গুঁড়িয়ে দিয়ে ‘মুক্তমঞ্চ’ নামকরণ করা হয়। এছাড়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামের ফলক ভেঙে ফেলে শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের সদস্য সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমানসহ অন্যান্যরা।

এদিকে রাত পৌনে ১১টার দিকে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে জড়ো হয়। এ সময় মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যূরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে।

মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘কারমাইকেল কলেজে স্থাপিত ম্যুরালটি শিক্ষার্থীরা ভাঙচুর করেছে। আগামীকাল বুলডোজার দিয়ে ম্যুরালকে গুড়িয়ে দেওয়া হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছেন, আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে একত্র হয়েছি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’

বিজ্ঞাপন

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয় ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ঘোষণাও করা হয়। ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাকের পরিপ্রেক্ষিতেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সম্পর্কিত সকল কিছুর নাম মুছে দেন তারা।

সারাবাংলা/পিটিএম

বিজয় ২৪ বেরোবি মুক্তমঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর